জলে থৈ থৈ নদীর ওপাড়ে
সারি সারি ছায়াবীথি মাঝারে
শ্যামল গাঁয়ের অবলা কিশোরী,
নাম তার অঞ্জলি ।
ছায়াঘেরা ধূলোমাখা মেঠো পথের বাঁকে
অজান্তে নিজেকে হারিয়েছি অনেক ।
এ পথ ধরে চলতে চলতে
কোন এক বিকেলে তার সনে দেখা,
তারপর শুধুই নিজেকে হারিয়ে ফেলা ।
পাগল করা নীল কমলের লাজুক হাসি
আলুথালু কাজল কেশি,
তার বাঁকা চাহনির মাঝে
নিজেকে বারংবার খোঁজে পাওয়ার মানসে
সে পথ ধরে নির্জনে হেঁটেছি অসংখ্যবার ।
যতবার তার পানে চেয়েছি
হারিয়ে গেছি নীল দু'টো চোখের তারায় ।
এরপর শুধু অনন্ত ভাল লাগা...
দু'টি হৃদয়ের স্রোতের টানে
দু'জনে হাত ধরে ভেসে গেছি অনেক পথ ।


পথ চলতে চলতে
সে বলতো স্বপ্নজাল বুননের কথা,
আমি শোনাতাম দীঘল তেপান্তরে
আরো ভাল লাগার কথা,
অপার্থিব ভালবাসার কথা ।
স্বপ্নের কথা বলে বলে
অপেক্ষার প্রহর গুনে গুনে
আমাদের চলার পথ হারিয়ে যায়
দিগভ্রান্ত গাংচিলের মত...
অসীম দিগন্তের শেষ সীমানায়,
সরলা কিশোরীর অভিমন্যুতায় ।