বয়ে চলা ছোট নদী
ওই পাড়ে ইস্কুল,
এই পাড়ে ঘন বন
সাদা সাদা কাশফুল ।
ধীরে ধীরে বয়ে যায়
দখিনের সমীরণ,
তার ছোঁয়া পেয়ে দোলে
এই পাড়ে কাশবন ।
জলে ভরা নদী আর
উঁচু উঁচু দুই ধার,
ভরে ওঠে খেয়া তরী
হবে সব পারাপার ।
নদী জলে ঝিলমিলে
রূপালিকা ঢেউ দল,
ছুঁয়ে যায় দুই পাড়
সারাদিন কোলাহল ।
ছলছল চলে জল
নদী বহে দিনভর,
সেই রূপ দেখে নামে
আকাশের দিবাকর ।