চলতে চলতে নেমে আসে অন্ধকার,
রাক্ষুসে ডানার কালো মেঘগুলো
ঝাপটে ধরে নিমজ্জমান ভাস্কর ।
হারিয়ে গেছে রঙিন গোধূলি
বুনো পাখিরা ডানা ঝাঁপটায়
দল বেঁধে হারিয়ে যায়
কালো মেঘের অন্তরালে,
ভুলে গেছে হাজার কন্ঠের কলরব,
বিমূর্ষ প্রকৃতি ।
পঞ্চদশীর রূপালী জোছনায়
তুমি পাশে থাকছো না বলে,
পূর্ণিমা জোছনায় অপরূপা ধরণী দেখে
তুমি পুলকিত হবে না বলে,
আকাশের এই সংক্ষুব্ধ আচরণ ।