পরনিন্দায় কি আসে যায়
ভালবাসি তোরে
ডাকবি যখন আসব তখন      
নিবো সঙ্গী করে ।।          


দুইজনেতে তোর আঁচলে                
হবো দেশান্তরী
তুইযে আমার বিনোদিনী                  
আমি কৃষ্ণ হরি
তোকে ছাড়া হয়না পূজা
হৃদয় মন্দিরে ।।


মন সঁপেছি তোরে আমি
অতি সংগোপনে
তুই জানিস আর আমি জানি
আর কেহ না জানে
জীবন ভরে রাখবো ধরে
মনের গভীরে ।।    


তুই চাইলে স্বপ্ন বাড়ি                      
বানাই কদম তলে
ময়ুরপঙ্খি নাও সাজিয়ে              
ভাসাই কালো জলে
ঐ যমুনাতে ভাসব দুজন
সারা জনম ভরে ।।                
                                          
তুই চাইলে বৃন্দাবনে
বাঁধি একটা ঘর
বনফুলে দলে দলে                    
সাজাইরে  বাসর            
তারায় তারায় ঘর রাঙাবো      
মনের মত করে ।।