কোন আকাশে কোথায় তুমি
গড়েছ বসত বাড়ি,
সারা দিন-রাত জেগে আমি
তোমাকেই খুজেঁ ফিরি ।।
ফেরারি, আমি ফেরারি
তোমাকে খুজেঁ খুঁজে
আমি হয়ে গেছি ফেরারি ।।
শত অভিমানে আমাকে ছেড়ে
হয়েছো আকাশচারি,
তুমি সন্ধ্যাতারা নাকি শুকতারা বেশে
বাবার সাথে করো লুকোচুরি ।।
ফেরারি, আমি ফেরারি
তোমাকে খুজেঁ খুঁজে
আমি হয়ে গেছি ফেরারি ।।
তোমায় নিয়ে স্বপ্ন হাজার
স্বপ্নেরা করে উড়াউড়ি,
কোথা থেকে হায় কেমন করে
স্বপ্নেরা হয়ে গেল চুরি ।।
ফেরারি, আমি ফেরারি
তোমাকে খুজেঁ খুঁজে
আমি হয়ে গেছে ফেরারি ।।


(একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)