কোথায় থাকে ল্যাংড়া ভূত
চিনিস নাকি তারে ?
রাত দুপুরে মানুষ পেলে
ভয় দেখিয়ে মারে ।
শেওড়া গাছে ভূতের বাসা
জানিস নাকি তোরা ?
একটি মাত্র চোখ তার
একটা পা-যে খোঁড়া ।
এত্তো বড় হাতের নখ
মূলোর মত দাঁত,
মানুষ দেখে বাড়িয়ে দেয়
মস্ত বড় হাত ।
সেই ভূতটা মানুষ ধরে
রক্ত খেয়ে বাঁচে,
রাত দুপুরে শেওড়া গাছে
আপন মনে নাচে ।
পথের ধারে শেওড়া গাছে
সেই ভূতের বাড়ি,
চোখটা তার কপালে আর
পেছন দিকে দাড়ি ।