শিউলি শাখে বসলো আজি
সুবাস মাখা ফুলের মেলা,
শিশির ভেজা নরম ঘাসে
পড়লো খসে সকাল বেলা ।
উঠলো দেখো ভোরের রবি
ফুলের ঘ্রাণে জাগলো আজ,
সারা গায়ে রঙের বাহার
রক্ত রাঙা রঙিন তাজ ।
ভোর বেলাতে গায়েঁর মেয়ে
কুড়িয়ে নেয় শিউলি ফুল,
কেউ গাঁথবে গলার মালা
কেউ বানাবে কানের দুল ।
কেউবা ভরে ফুলের ডালি
কেউবা শাড়িঁর আঁচলটি,
কেউবা হেসে খোঁপায় তুলে
বাড়িয়ে পায়ের মাদলটি ।
রাত দুপুরে শিউলি দলে
চাঁদ-তারাদের দেয় চুম,
আকুল করা সুবাস পেয়ে
তাদের চোখে লাগলো ঘুম ।