লম্বু মিয়া তালের গাছ
এক পায়ে দাঁড়ায়,
একটুখানি হাওয়া পেলে
মাথাটারে নাড়ায় ।
মাথা ভর্তি ঝাঁকড়া চুল
বাবুই বাঁধে বাসা,
কেমন করে হয়েছো তুমি
এত বুদ্ধি নাশা ?
কোন দুখেতে একলা তুমি
নদীর পাড়ে আসো ?
পাঠশালারে ছেড়ে কি তুমি
ঘুরতে ভালবাসো ?
তুমি কি ভাই আমার মত
শুধুই ফেল করো ?
সেই দুখেতে তুমি কি ভাই
পাঠশালারে ছাড়ো ?
এক পা নিয়ে দাঁড়িয়ে থাকো
একা নদীর পাড়ে,
রাত দুপুরে তোমার একা
ভয় কি লাগে নারে ?