বরষার মেঘে মেঘে
নীলিমাটা সাজছে,
তার ফাঁকে দিবাকর
ক্ষণে ক্ষণে হাসছে ।
বরষার নবজল
বাঁধ ভেঙে আসলো,
সেই জলে খাল-বিল
নদী-নালা ভাসলো ।
জলে জলে চারিদিক
মাঠ-ঘাট ভরছে,
সেই জলে হাঁসগুলো
জলকেলি করছে ।
পাল তোলা তরীগুলো
জলে ভেসে চলছে,
দখিনের সমীরণে
তারা যেন দোলছে ।