শিস্ দিয়ে যায় দোয়েল পাখি,
তন্দ্রা ভেঙ্গে মেলেছি আঁখি ।
রোদহীন আজ সকাল বেলা,
দিগন্ত জুড়ে মেঘের ভেলা ।
ধূসর আঁচলে দল বেঁধে আসি,
ঢাকিল রবিরে যত মেঘরাশি ।
ভোরের রবিরে ঢেকে দিল মেঘে,
কোন অভিমানে কোন অনুরাগে ?
আজকে যেন হারাই তোমায়,
ধূলি ধূসর ঘন বরষায় ।
আকাশ ভেদিয়া ঝরে নির্ঝর,
ডুবে তৃণলতা ভাসে প্রান্তর ।
ভিজে পথঘাট ভিজে তরুদল,
ছুটে চলে যেন বাঁধ ভাঙ্গা ঢল ।
বন-বীথি দল চুপচাপ রয়,
বৃষ্টির গান শোনে তন্ময় ।
আষাঢ়ে বাদল বহে অবিরত,
ভরে ডোবা-নালা জলাশয় যত ।
চারিধারে আজ রিমঝিম সুরে,
বাদল ধারা ঝরে আর ঝরে ।