জ্যোতিষ বাবু, ও জ্যোতিষ বাবু
হাতখানি দেখোতো আমার ।।
আর কত কি হারাতে বাকি
গুনে গুনে বলতো আবার ।।
জ্যোতিষ বাবু, ও জ্যোতিষ বাবু


সন্ধ্যা প্রদীপ নিভে গেছে
হৃদয় আমার ভেঙ্গে গেছে
জীবনটা যেন আজ বেদনার পাহাড় ।।
আর কত কি হারাতে বাকি
গুনে গুনে বলতো আবার ।।
জ্যোতিষ বাবু, ও জ্যোতিষ বাবু


স্বপ্ন আমার মেঘের মত
গভীর কালো আঁধার যত
আমার পৃথিবী জুড়ে শুধু হাহাকার ।।
জ্যোতিষ বাবু, ও জ্যোতিষ বাবু
হাতখানি দেখোতো আমার ।।
আর কত কি হারাতে বাকি
গুনে গুনে বলতো আবার ।।
জ্যোতিষ বাবু, ও জ্যোতিষ বাবু


(একমাত্র পুত্র সন্তানকে হারানোর অনুভূতি)