চলো ঘুরে আসি ঐ দূরের শ্যামল গাঁয়,
মনের সুখে বেড়াবো মোরা তরু-লতার ছায় ।
পথ থেকে পথে সারি সারি বৃক্ষের দল,
ডালে ডালে ফুলপাখি সারাবেলা কোলাহল ।
মেঠো পথের বাকেঁ বাকেঁ সবুজ ঘাসের মেলা,
ফুলের বাগিচায় ফড়িং দলে খেলছে আপন খেলা ।
ঝাকেঁ ঝাকেঁ প্রজাপতি উড়ে  রঙিণ ডানা মেলে,
সারাদিনমান কাটিয়ে ফিরে এমন খেলা খেলে !
শাখায় শাখায় ঘুঘু আর কানাকুয়ো বাঁশের ঝাড়ে,
উত্তরী হাওয়ায় কাশফুলেরা নেচে উঠে বারে বারে ।
কাছে-কিনারে দূরে বহু দূরে হলুদের হাতছানি,
কে যেন গো বিছিয়ে দিল এমন চাদরখানি !
মৌমাছি দল সৌরভে আকুল ছুটেছে মাঠের পানে
সরষে ফুলেরা মাতাল আজি ভোমরের গানে গানে ।
কঞ্চির বেড়ায় বসিয়া ধ্যানে শালিক-দোয়েল পাখি,
চঞ্চল কাজল ফিঙের দল মেলেছে লোভাতুর আখি ।
এমন রুপের মাধুরী দেখে সূর্যদেব যেন গো হাসে,
তাইতো আজি সোনালী রোদে সারাটা প্রান্তর ভাসে ।