সাত সকালে কাকের মেলা
ঘাসের পরে মাদুরে,
আয়রে তোরা দেখবি আয়
খোকন সোনা জাদুরে ।
ডালিম শাখে বুলবুলিটা
নাচে  দেখো কেমনরে,
পড়ে থাকে মাথায় টোপর
বধূ সাজে যেমনরে !
শালিক দলে গাইছে শোনো
সবাই মিলে সুরেরে ,
কেমন করে চড়ুই পাখি
ছোট্ট ডানায় উড়েরে ।