সে ভালোবাসতো
ভালোবাসে আজো,
মুখে প্রকাশ করা বারণ
সংগোপনে তাই পত্র লিখে
কখনো চিরকুট পাঠিয়ে
জানিয়ে দিতো বেনামে ।
কতো ছোটবড় পত্র লিখেছে সে
হিসেব নেই তার কাছে,
মনে নেই আমারও ।
পত্র লেখা, পত্র আসার পথ রুদ্ধ আজ ।
ক্ষুদ্র ধরাধামে পুরনো পথ বেয়ে
হঠাৎ দেখা হয়ে যায় তার সাথে ।
সেই মায়াবী চোখের তারা
নিমিষে পাঠ করে বোঝে নেই,
তার ভাললাগা, ভালোবাসা অসমাপ্ত ।
তারে ছুঁয়ে বলা হয়নি কখনো
তোকে ভালোবাসি
ভীষণ রকম ভালোবাসি,
এ ভালোবাসা সীমানাবিহীন.....
সে ভালোবাসতো
ভালোবাসে আজো ।