শীত এলো, এলো শীত
   কুহেলিকা সরোবর,
উত্তরী সমীরণ
   বহে রাত দিন ভর ।
কনকনে শীত এলো
   দেখা নেই দিবাকর,
নীলিমায় মেঘ যেন
   নেই তার নড়চড় !
ক্ষণে ক্ষণে কুহেলিকা
   ঝরে পড়ে ঝরঝর,
গায়ে মেখে তৃণলতা
   শীতে যেন জড়সড় !
খুব শীতে কাঁপে বুঝি
   কেঁপে ওঠে থরথর,
তাই কিরে দেখা নাই
   রূপালিকা ভাস্কর ।