সড়কের সরু দ্বীপা,    
ছায়াবীথি অপরূপা ।      
তাই দেখে তস্কর,  
ডাকে লোক লস্কর ।
সারি সারি তরু দল,
নিল কেটে লোক বল ।
গাছ কাঁটা হলে সারা,
শুরু হোক রোদ খরা ।            
রেলগাড়ি ভরা ভরা,
পথঘাট হলো ন্যাড়া ।          
পাখি সব উড়ে উড়ে,
দল বেধে  গেল দূরে ।                          
যাযাবর পাখি দল ,            
থেমে গেল কোলাহল ।