বিরস কংক্রিট বাহারি অট্টালিকা
ধূলি উড়া ধূসর মসৃণ সরু প্রান্তর,
ভোর না হতে নেমে আসে
অযুত কোটি প্রাণ ।
অগণন সে প্রাণ সরোবরে
খুঁজে ফিরি একটি অবয়ব,
খুব চেনা এক জোড়া চোখের পলক ।
কত করে খুঁজি
কত অজানা চোখে চোখ পড়ে যায়,
অসংকোচে ।
তোমার মত দেখি না কিছু,
তোমার মত হয় না কেউ ।