শুধু তোর জন্য...
এ মাটির ধূলিকণায় মিশে যাবো
সপ্ত সাগরের নীল জলে ভেসে বেড়াবো
দূরের নীলিমায় তারাদের মিছিলে
ফিনিক্স পাখির মত
তোর অপেক্ষায় নিরন্তর জেগে রবো ।
একদিন তুই ফিরে এসে বাবা বলে ডেকে উঠবি ।
শুধু তোর জন্য...
এ মাটির ধূলিকণায় মিশে যাবো
সপ্ত সাগরের নীল জলে ভেসে বেড়াবো
দূরের নীলিমায় তারাদের মিছিলে
ফিনিক্স পাখির মত
তোর অপেক্ষায় নিরন্তর জেগে রবো ।
একদিন তুই ফিরে এসে বাবা বলে ডেকে উঠবি ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৬৪টি মন্তব্য এসেছে।
খুব ভালো
দারুণ অনুভুতির প্রকাশ
মনোমুগ্ধকর
অসাধারণ লেখা।শুভ কামনা রইলো কবি।
সুন্দর!
মুগ্ধতা রইলো...
sundar onuvuti, odvut vabe eki naame amar ekta lekha ache ekhane , porhe dekhte paren .
সময়ের সাথে বদলানো ছকে মন ছুঁয়ে যাওয়া সুন্দর আধুনিক কাব্য।
আপনি মায়ায় ভরা একটি কবিতা উপহার দিলেন
খুব সুন্দর লিখেছে
অপূর্ব সুন্দর কবিতা। শুভকামনা কবি।
অবসান হোক এক পিতার প্রতীক্ষার।
আহা! ''কী স্নেহ কি মায়া গ......''
দারুণ! দারুণ!
শুভেচ্ছা রেখে গেলাম------
বেশ ভালো লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা ও বালোবাসা।
বাবার গোপন কান্না যেন ফল্গু হয়ে বয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে ।
অসাধারণ বোধের কবিতা । অনেক শুভেচ্ছা
খুবই সুন্দর ...
অনবদ্য লেখনি
অভিভূত
বাহ
সুন্দর
হারিয়ে যাওয়া সন্তানের প্রতি বাবার এক নিদারুণ আকুতি ফুটে উঠেছে আপনার কবিতায়।মুগ্ধতা সর্বোপরি। অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
বিষাদের ছায়া মাখা বিষণ্ণ কাব্যে বিমুগ্ধ!
প্রিয় কবির জন্য এক রাশ রক্তিম শুভেচ্ছা ও গভীর ভালোবাসা রেখে গেলাম।
ভালো থাকুন সবসময়!!
খুব সুন্দর। বাবার পাখিটা ফিরে আসুক
দারুণ লিখেছেন প্রিয় কবিবন্ধু।শুভকামনা রইল সতত
চমৎকার!
প্রাণ ,মন জুড়ানো 'বাবা 'ডাক ! নিশ্চই সে ফিরে আসবে !শুভেচ্ছা কবি !
তোর জন্যে অসাধারন একটি বিবিধ কবিতা
উপস্হাপন করে গেলেন প্রীয় কবি।
অসংখ্য ধবাদ ও শুভেচ্ছা রইল।
অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার
ঐ দূর আকাশের তারার মাঝে
উজ্জল তারাটাই তাে তোমার
হারানো ধন।
ধন্যবাদ কবি।
অসাধারণ কথা গুলি
খুব ভাল লাগলো পড়ে ।
অনেক শুভেচ্ছা রেখে গেলাম পাতায় ।
বাহ
খুব ভাল হয়েছে।
বেদনা বিধুর ইঙ্গিত সুন্দর আকুতিতে।
অশেষ শুভেচ্ছা কবি।
অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি। অনেক অনেক শুভকামনা রইল।
মায়ের টান। শুভেচ্ছা রইলো।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.