তুমি যখন বদলে যাও আমার চোখের সামনে,
আমি বদলে যাওয়ার দলে তোমার চোখের সায়াহ্নে।
সময় কি আর দেখতে দিয়েছে চার দেয়ালের বাইরে!
আমার দেখা সবুজগুলো লাল হয়ে যায় তোমার শহরে।
লালগুলো সব নীল হলেও একলা আকাশ একলাই থাকে,
সব কিছু হারিয়ে বুঝলাম- দাঁড়াতে হয় থমকে।
পথেরও শেষ আছে, শেষ আছে তোমার-আমার চাহনির,
এই যে প্রেম, সেও একদিন ছেড়ে যাবে মায়ময় নীড়।
উদাসী কোন এক বিকেলে ফেলে আসা স্মৃতিরা,
এলোমেলো হেঁটে হেঁটে নির্বাসনে যাবে সুখেরা।
দিনশেষে হবে না ফেরা, দিনে দিনে বাড়বে বেলা,
অবহেলার অবসাদে মাতবে সেই অহঙ্কারের খেলা।
স্বপ্ন দেখা কোন এক সন্ধ্যায়, ফের যদি খুঁজে মন,
হেঁটে যাব সুদূরের পথে ভেজায়ে চোখের কোণ।