নিয়ম তো সবাই ভাঙে, নিয়মের কথা বলে,
কিংবা অনিয়মের প্রতিবাদে।
ভালো তো সবাই বাসে, মনের কথা বলে,
কিংবা আজন্ম দেহের স্বাদে।
টিএসসি চত্বরে যে নারীটা বিবস্ত্রা হয়েছিল,
কয়েকজন যুবক গিয়েছিল বাঁচাতে।
সে-ই জানে ভালো ভালো মানুষেরা খুবলে খেয়েছিল
তার অন্তরাত্মা শকুনের হাতে।
পথের ধারে, রেল লাইনে অথবা পাঁচ তারকা হোটেল,
যে বারবনিতা নিজের শরীর বেঁচে টাকায়,
তাকেও নিজের মুখে নিতে হয় বেজন্মার নোংরা সুখ,
নিয়মের বাহিরে ভদ্দরলোকের মুখ রক্ষায়।
যে বাড়িতে ফেরার তাড়া আছে নিয়ম মেনে,
সেখানে ফেরার প্রস্তুতি নাই।
যেখানে ফেরার প্রস্তুতি আছে অনিয়ম করে,
সেখানে আসলে বাড়িই নাই।