আমার নিঃসঙ্গ সময়ের গ্লানি গুলো
আমারই থাক,
তুমি না হয় দূরেই থাক
স্বার্থপরতার স্পর্ধা নিয়ে।
বিষণ্ণ আকাশটাও যে সময় স্বপ্ননীল মনে হতো
আমি সে সময়ের কথা বলছি;
সুখের দামে অসুখ কিনে
দগ্ধ ট্রেনকে পিছনে ফেলে
হেঁটে গেছে যে উদাস পথিক
আমি তার প্রতিচ্ছবি।
ফিরে আর আসব না বলে
একা নির্ঘুম রাতে
লবন্দহ হারিয়ে গেছে তোমার চোখের পলকে।
জানতে ইচ্ছে করে- আমার না থাকা মুহূর্তগুলো
গলে গলে ক্ষয়ে যায় কার চোখের জলে?
সেই সে চোখের আঙিনায় ভিড় করে
কোন সে চাতকের পোড়া স্বপ্নগুলো?
মৃত্যুর কাছ থেকে ফিরে আসা হাত
নির্বাসনে আলোর মুখ খুঁজে নিরবধি।
বিষণ্ণতার ভুলে ভরা সমীকরণে
আমি ভুলে যাই – হেরে যাই,
স্বপ্নগুলো ফিরে যায়
আমি চলে যাবার উল্টো পথে।
না-পাওয়ার বেদনা ঢের ভালো ছিল
কস্মিনকালেও যদি বুঝতাম!
অন্ধকারে ডুবে যাবার আগে!!