যে প্রেম আমি চেয়েছিলাম, হয়নি।
যে প্রেম আমায় চেয়েছিল, পায়নি।
যে ভাবে তুমি কেঁদেছিলে, সয়নি।
যে ভাবে আমায় কাঁদিয়েছিলে, দেখনি।
যে ভাবে পাশাপাশি থাকার কথা, থাকোনি।
যে ভাবে দূরে সরে যাওয়ার কথা, যাইনি।
যে ভাবে হাত বাড়িয়েছিলাম, ধরোনি।
যে ভাবে আঙুল ছোঁয়ে দেখবো, দাওনি।
যে ভাবে হাসলে পুর্নিমা উঠে, হাসোনি।
যে ভাবে কাঁদিয়েছিলে হাস্যচ্ছলে, নন্দিনী।
যে ভাবে ভালো বাসার কথা ছিল, বাসনি।
যে ভাবে ঘৃনা করার কথা ছিল, করিনি।
যে ভাবে আমার হওয়ার কথা ছিল, তাও হওনি।
কস্মিনকালেও তুমি আমার, হতে পারোনি।
আমৃত্যু আমাতে তুমি, তোমাতে আমি, পূর্নতা পায়নি।