তোরা ছিলি, তোরা আছিস, তোরাই থাকবি;
জানি, সব সময়ই পাশে দাঁড়াবি।
হয় কাছে, না হয় দূরে;
সময়ে, না হয় দুঃসময় ফুঁড়ে।
হিসাব না মিলা যে অংকের খাতা,
জমা হয়েছে কালে কালে সাদা পাতা।
রঙিলা প্রেমের জোয়ারের মত,
তোমাতে যা পেয়েছি হে প্রেমাষ্পদ।
এক যুগের প্রেম, শত শত অভিযোগ,
খুনসুটির বিষে নীল হওয়া অনুযোগ।
একলা যে গেছে ফেলে কবেকার,
দিন রাত্রি অষ্টপ্রহরের অন্ধকার।
আলোরা সব প্রজাপতি হয়ে উড়ে,
সাত সমুদ্র তের নদীর ওপাড়ে।
একলা এসেছে যে, যাবে একলা,
এত ভালোবাসা-বাসির সাঙ্গ হলে খেলা।
দু'য়ে দু'য়ে শুন্য হলে, চার না হয়ে;
সময়ের ক্ষয়ে যাওয়া অবক্ষয়ে।
স্মৃতিরা সব হাতুড়ি পেটানোর ছলে;
চুম্বনের শব্দের মতো কৌশলে।
শেষ অমৃতটুকু শুষে শুষে,
বিষে বিষ যখন নির্বিশেষে।
হবে একাকার, নির্বিকার;
বেলাশেষে সব হারানোর প্রহার।
জানি, তোরা ছিলি, তোরা আছিস, তোরাই থাকবি,
সব সময়ই পাশে দাঁড়াবি।
হয় কাছে, না হয় দূরে,
সময়ে, না হয় দুঃসময় ফুঁড়ে।