আমি শুনি নি কখনো জ্যোৎস্না রাতে
          রাত প্রহরীর গান।
আমি দেখিনি কোনো দিঘির জলে
         শিশির ফোটার প্রাণ।


   আমি দেখিনি কোনো রামধনুকে
          সাত রঙে রাঙাতে।
আমি শুনি নি পাখির কলরব ধ্বনি
        মিষ্টি কোনো প্রভাতে।


আমি কখনো হাঁটিনি কুয়াশা ভেজা
         সবুজ ঘাসের উপর।
  আমি কখনো দেখিনি ক্লান্ত শান্ত
         নির্জন কোনো দুপুর।


আমি কুড়াইনি কখনো শেষ গ্রীষ্মের
        ঝড়ে পরা কৃষ্ণচূড়া।
আমি দেখিনি ঝাড়াতে মেঘরাশিকে
         অঝোর শ্রাবণধারা।


      কত রঙে রাঙায় নিজেকে
          সাজায় এ পৃথিবী।
   জানালার কাচে রূপকথা হয়ে
          আঁকে রঙিন ছবি।


  না দেখেও প্রকৃতি তোমার প্রেমে
        পরেছি আমি বার বার।
বন্দি এ জীবনে মুক্তির স্বাদ পেতে
  ইচ্ছে জাগে তোমায় ছুয়ে দেখবার।