ভুল কী ছিল মম,
অবহেলায় ঘৃণা সম-
করিলে ধিক্কার!
শুনিতে যদি হায়-
নির্বাকের নিরালায়,
প্রবল চিৎকার।
.
অধম বলিয়া হয়তো-
তোমার তরে এত-
করিলাম বন্দনা,
আজি বিজন লগন-
হইয়া ঘনিষ্ঠজন,
বুলায় সান্ত্বনা।
.
ব্যথানদী বহে-
প্রবল কলহে-
ভাসায় হৃদয় কূল,
প্রশ্নগুচ্ছ আসে হৃদয়ভেদি,
ভুল আমি না-ই বা করি যদি
কেন গুনছি তার মাশুল?