যে আমার আমিকে নিজ
অঞ্জলি ভরে,ভরিয়ে দিল
আমার আমির আঁচল,
অনাবিল ও নৈশ্বর্গীক এক
পাওয়ায় আমায় শুধুই
করলে পাগল॥


কাছে পেয়েও হারিয়ে ফেলেছি
সে রইলো চিরতরে দেখলো
না ক্রন্দন,
হুঁ হুঁ করে বেজে ওঠে ভেঙে
যাওয়া সেই হৃদয়ের
গহীণের সুপ্তবেদন,


কাটে না আর দিন রজনী
চোখও যে নির্ঘুম তুমি ছাড়া
উপচে পড়ে হৃদয় ভাঙা
সেই রক্তের ধারা,
তুমি বিহনে আমার আমি
যে এখন পাগলপারা॥


যেমন হারিয়ে ফেলার
বুক ভরা বেদন ছিল রুমীর
শামস তাবরেজকে হারিয়ে,
ছিলেন রুমী একসময় শুধুই
মুসলিম ফার্সী কবি,


বিশ্বজুড়ে প্রেমের কবি
উঠলেন হয়ে
দেখলেন যখন শামস
তাবরেজীর ছবি॥


রুমী অমীয় বানী রচিলেন,


“স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে
তারমাঝে আমি প্রেমকে বেছে নিলাম”