তোমায় নিয়ে সকাল সন্ধ্যা কাটছে আমার বেশ,
কি করে ভুলে থাকবো তোমায়
এ ভালোলাগা হবে না শেষ।
ঘুমো ঘোরে তোমার আগমন প্রতি রাতে করি উপভোগ,
গভীর রাতে কাঁচা ঘুম ভেঙে গেলেও তোমার পরশে গা ঘেসে আবার চলে যাই গভীর ঘুমে তোমায় কাছে পাওয়ার আনন্দে।
ঘুম ভেঙে আবার চারপাশে তোমার উপস্থিতি করি অনুভব,
সারাদিন তুমি লেগে থাকো সাথে সাথে
দুপুরের ঝাঁঝাল রোদের আচর যেন না লাগে গায়ে,ছায়া হয়ে থাকো ততক্ষণ।
বিকেলের মিষ্টি রোদ গায়ে মাখি দু’জনে
বসে ছাতিম গাছের তলে,
খুব পছন্দের সময় গোধুলি বেলা,
থাকো বসে পাশে
কখন যে সন্ধ্যা নামে ভুলে যাই কখনও কাটেনা একেলা,
রাতের আঁধারে মিলি জোঁনাকি পোকার সাথে
চাঁদনী পসর রাতে  চাঁদের আলোয় করি স্নান,
ভালোবাসা হবে না কখনও ম্লান।
এভাবে বেঁচে থাকবো হাজার বছর মাস,
বেঁচে থেকে নেব বেঁচে থাকার সাধ।
ভুলবো না পাওয়ার যত ব্যথা
নাচবো গাইবো পাখ পাখালির মানবো না শাসন।
এভাবে চলবে ভালোবাসার নাচন,
তুমি বাজাবে শ্যামের বাঁশী
নাচবো আমি সুরে সুরে
তোমার পাশে ঘুরে ঘুরে,
ফিরে যাবো না কখনও  নিয়ম বাঁধা নীড়ে।


ওহাইও , ইউ এস এ।