আমারই ভুলে আমার সত্তা
জ্বলছে ভিসুভিয়াসের অনলে,
আমি যে নারী।
আর কতকাল এভাবে পুড়বে
আর কত ঝলসাবে আমার
সত্তা আত্মগ্লানির চরণে।
আমি যে নারী।
হাজার বছর,জন্ম জন্মান্তর
ধরে জ্বলছি।
আমি যে নারী ।
কখনও পিতা মাতার ঘরের মেয়ে হয়ে,
কখনও সন্তানের মা হয়ে,
আমি যে নারী।
কখনও কোন পুরুষের জায়া হয়ে,
আমি যে নারী।
আবার কখনও সেই
নষ্ট নারীর জঠরে জন্ম নেবার পর
যার নেই ঠাঁই সুশীল সমাজে
যার নাম নষ্টামেয়ে।
আমি যে নারী।
আমি যে এক ক্লান্ত মানবী
হবে না কি কখনও প্রস্থান এ ধরা থেকে,
পারবো না পুণর্জনম থেকে ইতি টানতে,
আমি যে নারী।
সে কথা মন আমার সদা প্রস্তুত
চায় শুধু জানতে।
আমি যে নারী ।
কোন এক জনম চাই সেই জনম,
না হবো কারো মেয়ে,না হবে কারো জায়া,
না হবো কারো জননী,না হবো নষ্টামেয়ে।
আমি না হবো সতী না হবো অসতী।
আমি হতে চাই সেই মানবী
যার থাকবে না কারো
পরিচয়ে পরিচিত হয়ে বেঁচে থাকা।
আমি হতে চাই সেই নারী।


ওহায়ও, ইউএসএ।