যতবার করি বারণ,
ততবারই করি ধারণ;
জোড় করে করিও
তারে হরণ॥


আবার করি তারে
বরণডালায় বরণ।
এ যে আমার নিত্য
দিনের কারণ!
আর বারেবার মরণ॥


যখন খোঁজ পাই সেই
সরল পথের,
তখন পাই ফিরে
কিছুটা জীবন।
আবারও ভুলে পা মারাই
সেই মরনের পথে,
খুঁজেফিরি সরল পথ
রথে রথে॥


সেই সহজ সরল
পথের সন্ধানে,
এভাবেই যাচ্ছে
কেটে শুরু থেকে শেষান্তে
ভালো মন্দের মাঝে॥


যতক্ষণ পারি বেঁধে
রাখতে ততক্ষণই
যে আমার
সরল পথ চলা।
সরল পথে থাকা
যায় কী এত সহজে॥


    মরিয়ম ইসলাম
    ওহায়ও,ইউএসএ॥