শরতের রূপ সত্যি
অপ্রতিম কতই না
দৃষ্টি নন্দন,
নয়ন আমার ভরে
যাচ্ছে সাথে হৃদয়ও
হচ্ছে স্পন্দন।


প্রকৃতি নিয়ত সাজে
নানান রঙে ঢঙে,
মানবকুলে শরৎ কালটা
কেমন যেন ফিকে
সাজে রঙে।


ধরায় অনেকটা প্রতিবার
নিজেকে ধরে
রাখে দৃষ্টে,
মানব তার নিজেকে
সঁপে যাচ্ছে নফসের
আকৃষ্টে।


ভুল চাওয়া পাওয়ার
থেকে আশায় নিজেকে
করে যাচ্ছে
নিঃশ্বেষ,
সৃষ্টিকর্তার সমীপে না
রেখে মনটাকে স্থির
করে যাচ্ছি দিনটাকে
পরিশেষ।


নিজের ভিতর শিখতে
হবে ধারণ করা কিসের
ভাবনা সেচ্ছায় আসিনি
এ ধরায়,
এসেছি এখানে অসীমের
একান্ত ইচ্ছের
তাড়নায়।


ভালো মন্দ বোধের
যায়গা করে দিয়েছেন
পরিষ্কার,
বারে বারে সেই
বোধ হারিয়ে নিজেকে
করে যাচ্ছে
তিরষ্কার।


ভুলের মাঝে থাকার
অনুশোচনার নাম ই
হলো সরল পথে
থাকা কিছুক্ষণ,
আবারও নফসের তাড়নায়
ডুবিয়ে রাখছি ভুলের
মাঝে বহুক্ষণ।