থাক না চাওয়াটা
না পাওয়ার
মাঝে আজকের,
হোক না রক্তক্ষরণ
হৃদয়ে শূণ্যতাদের।


কতই না কেটেছে
এমনও তিমির রাত,
হয়েছে বিলীন
সূর্যোদয়ের সাথ।


সে কথা জানে শুধু
সেই ঘুম না হওয়া
দুটি চোখ আর
ক্ষত হৃদয়টা,
প্রতিক্ষার আশা
নিয়ে থাক না
গহীনের জমা
রক্তের কণিকা টা।


না পাওয়ার মাঝেই
যে সব পাওয়া
বুঝে গেছে এ
কাঙাল কায়া এভাবে
যতটা পারবে না
পাওয়া আর শুণ্যতার
সাথে করতে বসবাস,
ততটাই দহনের হবে
দহিত পাবে
পূর্ণতার নির্যাস।


আমিও বসে আছি
সেই মহাসমুদ্রের পার,
থাকবো এভাবেই
যতদিনে পাবো না
উষ্ণ আলিঙ্গন তার।
কতটা সয়েছি
অবহেলা স্রষ্টার সৃষ্টির
মুছে ফেলেছি
তাদের থেকে পাওয়া
চাওয়ার বাঁধন মায়ার।


পড়ে আছি সেই
তুমি তোমার সমীপে
যতই কর
অবহেলা তুচ্ছতায়
রাখো ভরে,
ফিরে যাবো না
কখনও এ আমার
আমির জোড়ে।


জেনে গেছি বুঝে গেছি
এ বোধোদয়ের কারণে,
থাকবে এ বোধ
আমার তোমার
সমীপের স্মরণে।


যতবার করবে ত্যাগ
আমায় তোমার
সান্নিধ্য থেকে,
ততবারই ভুলের
কারণে তওবা
করে করে নিজেরে
পরিশুদ্ধ রেখে।


যদি আমার
না কর ক্ষমা,
তবে জেনো
ঐ নামের রবে না
কোন খ্যাতির
ক্ষমতার নীতিনামা,


তোমারই ইচ্ছোতেই
এসেছি এই ধরায়,
শক্তি দাও আমায়
পূণ্যের পথে চলায়।


তোমার পায়ে
সঁপিলাম তোমার
দেয়া দান
আমার যত শক্তি,
তাই তো আমি
নিঃস্ব এখন
আমায় দিতে
হবে মুক্তি।


আবারও নত করে
মাথা সঁপিলাম
আমার যত
মিথ্যে অহঙ্কার,
জানি অহঙ্কার
করে নিজেরে করে
যাচ্ছি অপমান
বারেবার,
দেখাও সেই দৃষ্টির
বাইরের সেই আলোর
পথ কর
আলোকিত অন্ধকার।