ভোরের কুয়াশায় হেঁটে হেঁটে
কিংবা সূর্যাস্তে হাতে হাত ধরে
হাটিনি দিগন্তে;
শীতের রাতে চাঁদের আলোয়
চাদর গায়ে পাশাপাশি বসা
হয়নি কোনদিন।
নিবিড় প্রেমের প্রস্তাব-
রাখা হয়নি আজও; হয়নি রাখা
হৃদয়ের দাবী।
সাগর তটে বসে; মাথা রেখে কাঁধে
হাতটি ধরে, ঢেউয়ের গর্জনে
হয়নি দুঃখ-সুখের গল্প গাঁথা।
শিশির ভেজা শিউলী তলে
হয়নি তোলা ফুল,
খোপায়! তোমার হয়নি দেয়া
মাঠের কলমী ফুল।
পাশাপাশি হয়নি হাঁটা
নিয়ন আলোর তলে;
হয়নি দেখা রাতের শহর
কষ্টে ভরা বুক।
বুকে ভাঁজে হয়নি রাখা
অশ্রু মাখা মুখ;
কষ্টগুলো চাপা থাকুক
অচিন কোন পুর!