অফিসের পাশে নিলাজ
হাস্নাহেনা। প্রতি সন্ধ্যায় আপন
সুবাসে কাছে টানে-
সবাইকে। ওপরে বেহায়া চাঁদ
পিটিপিটি হাসে আর বলে
সময় হয়েছে; কাছে যাওয়ার।
পাশের গোলাপটি অভিমানে
মেলে ধরে নিজেকে- আমিও
কম কিসে? মানে-অভিমানে
গন্ধহীন নীলকন্ঠী অপরাজিতা
রূপ যৌবনে আছি আমিও
নয়ন বিলাসে জড়িয়ে থাকি আলিঙ্গনে।
কুয়াশায় ভেজা নয়নতারা
মন জুড়ায় আপন বিলাসে
শীতের বার্তা জানান দেয়
ঘাসের শিশির।