অসময়ে কুয়াশা বইছে
কুয়াশা আর চাঁদের
আলো মিশে একাকার।
ধবল তুলতুলে যেন,
ছুঁলেই গলে যায়।
শীতোষ্ণ!


ধীরে প্রবাহিত ধারাপাত-
প্রকম্পিত ওষ্ঠ,
উত্তাল তরঙ্গ ছাতি ফাটা
মানে-অভিমানে-
দীর্ঘশ্বাস!


হঠাৎ! শীতল পরশ
কাঁধের ওপর শক্ত হাত
পরম নির্ভরতা, পাওয়া
না পাওয়ার কষ্ট মুহূর্তে
আড়াল, যেন কর্পূর।
বিশ্বাস!


এক বিশ্বাসের ছোঁয়া
কেটে যায় কুয়াশা,
অমানিশা- আশার বাতি
জ্বলে মিটিমিটি, জ্বলতে থাকে
অহর্নিশি!