হলুদ পাতা বৃষ্টিহীন হৃদয়ের প্রান্তর
কৃষ্ণচূড়ার লাল গালের টোলে
বইয়ের মলাট খুলতে গিয়ে ফেলেছো
দুমড়ে-মুচড়ে-
বর্ষণে ভিজেছে মাঠ;ভেজা হাত দুটি
আমার পিঠে আঁকে আলপনা।
ঊরুদ্বয়ের বন্ধন মাঝে নিতম্ব
উম্মাদনায় মত্ত।
প্রেমময় না-কি প্রেমহীন, সংশয়
একি ভোগ না-কি ভালোবাসা?
আমি অষ্ট প্রহর মজি তোমাতে
তুমি মত্ত লীলা বিলাসে।
জৈষ্ঠ্যের খরতা চৌচির এ ভূমি
বর্ষণে ভিজিয়েছো ঢেলেছো সুধা
নাভী মূলে!
ভালোবাসার ফসল নাকি হেঁয়ালির ফল
তবুও আমি যতন করি আপন খেয়ালে
একি বিশ্বাস নাকি ভুল?