নির্ঘুম রাত নির্ঘুম চাঁদ
আর নির্ঘুম আমি
তুমিও কি নির্ঘুম?
না-কি মায়া ঘুমে কাটাও নিশি?


রাতের নিস্তব্ধ প্রহর কাটে নির্ঘুম;
আর আমি?
অপেক্ষার প্রহর গুনি
সেকেন্ড মিনিট ঘন্টা দিন
পক্ষ মাস বছর যুগ।
তুমিও কি তাই?


পাতা ঝরা গাছে শিমুলের ফুল
এখন বসন্ত!
ভেঙ্গে পড়া হৃদয়ে তোমার
আজও কি ফুটেনি ভালোবাসার ফুল
আসেনি বসন্ত?