শুরুটা হ‌য়ে‌ছে কখন জা‌নি না
‌শেষ হ‌বে কখন তাও জা‌নি না।
জা‌নি শুধু চ‌লে যে‌তে হ‌বে,কর‌তে
হ‌বে অবধা‌রিত প্রস্থান।
ছে‌ড়ে দি‌তে হ‌বে নিজ নিজ স্থান, তবু কে‌নো?
আঁক‌ড়ে ধ‌রো সব‌কিছু,
স্বার্থপ‌রের ম‌তো, সর্বস্ব দি‌য়ে।
কেউ পা‌রে‌নি নি‌য়ে যে‌তে শূন্য হাত‌টি ছাড়া।
মি‌ছে হ‌লো এ দু‌নিয়া, ‌মি‌ছে ভ‌বের মায়া।
শূন্য হা‌তে যা‌ইবা তু‌মি, হইবা তু‌মি একা।
তালাশ ক‌রো আপন ম‌নে সত্য স‌ঠিক পথ,
সময় যখন যা‌চ্ছে চ‌লে, আস‌বে না‌- সে ফি‌রে।