অভিমানী
মাজহারুল মোর্শেদ

হৃদয় আমার সপে দিলাম
তোমার আলতা রাঙ্গা চরণ তলে,
ওগো অভিমানী একটু ফিরে চাও
একটি কথা যাও বলে।
তোমার হরিণ কালো চোখের ভিড়ে
শ্রাবণের কালো মেঘেরা খেলে,
দিশেহারা পথিক! আমি পথ ভুলে যাই
তোমার ডাগর চোখের ইন্দ্রজালে।
ওগো অভিমানী একটু ফিরে চাও?
একটি কথা যাও বলে
বাউলা বাতাস অকারণে খুলে বেণী
আউলা কেশে হৃদয়ে কাঁপন তোলে।
ওগো অভিমানী একটু ফিরে চাও
একটি কথা যাও বলে,
নদীর ধারে ডেকেছিলে সেদিন
এসেছিলাম তাই মনের ভুলে।
ওগো অভিমানী- একটু ফিরে চাও?
একটি কথা যাও বলে,
কি কারণে আজ এতো অভিমান?
পথ হারালাম ঘরের ছলে।