অনুভব
মাজহারুল মোর্শেদ।
আমি ভোরের আকাশ দেখে
উদীয়মান সূর্যের প্রখরতা অনুভব করতে পারি,
গোধুলিসন্ধ্যার নীরবতা দেখে
বিষাদময় রাতের কষ্ট অনুভব করতে পারি।
আমি নক্ষত্রের জ্বলন্ত মুখ দেখে
ঝরেপড়া তারাদের হাহাকার বুঝতে পারি,
খাঁচাবন্দি পাখির চোখ দেখে
যন্ত্রণাদগ্ধ সীমানার হাহাকার বুঝতে পারি।
আমি উঁচু পাহাড়ের সীমানা দেখে
প্রবহমান ঝরনার চঞ্চলতা বুঝতে পারি,
কোকিলের মনমাতানো কুহুতানে
বসন্তের আগমন অনুভব করতে পারি।
আমি গভীর রাতের নিস্তব্ধতা দেখে
নিঃসঙ্গ পেঁচাটির কষ্ট অনুভব করতে পারি,
আমি অনাহারী শিশুর মুখ দেখে
দুর্ভিক্ষের আগমন অনুভব করতে পারি।
আমি শরীরের গন্ধভরা বাতাসে
প্রেয়সীর উপস্থিতি অনুভব করতে পারি
প্রেমিকের উৎফুল্ল চাহনিতে
হৃদয়েরে উচ্ছ্বসীত আবেগ অনুভব করতে পারি।