অপরাধী
মাজহারুল মোর্শেদ
কলেজ ক্যাম্পাসে কাঠফাটা রোদে পুড়েছি খরতাপে
নিজের রুমাল তার দিয়েছি মাথায় আপন মনস্তাপে
চৈতী রোদ আজ ভীষণ জেদি
তবুও আমি অপরাধী।
আমার বুকে তৃষ্ণা রেখে মিটায়েছি তৃষ্ণা তার বুকে
বলিনি কভু বুক ফেটে যায় তৃষ্ণা আমার থাক চেঁপে
বেদনায় যতো আমি কাঁদি
তবুও আমি অপরাধী।
শ্রাবণ ধারায় নিজে ভিজে ছাতা দিয়েছি মাথায় তার
তার সুখে যে সুখ খুঁজেছি ভুলেছি নিজে আপনার
আঘাত যতো নিজে সয়েছি
তবুও আমি অপরাধী।
দেবদারু গাছের শীতল ছায়ে ধুলোর বুকে লেখা নাম
দেখেও না দেখার ভান করে সে হেঁটে গেছে অবিরাম
আপন করে কতোবার সাধি
তবুও আমি অপরাধী।
শেষ বিকেলে শিশির ভেজা নরম ঘাসে ভিজিয়ে পা
আলতো করে কোলের কাছে রাখতে মাথা এলিয়ে গা
সুখের পরশ যেন দুঃখের ব্যাধি
তবুও আমি অপরাধী।
মিনতি তোমায় অবহেলা আর না করিও মোর সনে
এ পরাণে আর সহেনা যাতনা অনেক জ্বলেছি দহনে
আপনারে আজ করেছি বিবাগী
তবুও আমি অপরাধী।