বাঙলা মায়ের কোল
এই বাঙলার আকাশ বাতাস ভোরের পাখির গান,
সবুজ মাঠে ধানের ক্ষেতে জুড়ায় সবার প্রাণ।
এই বাঙলার ভোরের আকাশ নতুন সূর্যের হাসি,
লাঙ্গল কাঁধে কৃষকের গান বাজে রাখালের বাঁশি।
নদীর বুকে রঙিন পালে মাঝি বৈঠা বায়,
মনের সুখে জারি-সারি ভাটিয়ালি গান গায়।
সবুজ শ্যামল মেঠো পথে বাউলের একতারা,
আনমনে সুর বেজে ওঠে উদাস পাগলপারা।
ভরদুপুরে বটের ছায়ায় রাখাল বাজায় বাঁশি,
বাতাসে সুর ভেসে আসে ছড়ায় পুলক রাশি।
বর্ষা এলে খালে বিলে থৈথৈ করে পানি,
কি অপরূপ লাগে মাগো তোমার আঁচল খানি!
হেমন্তের মাঠে সবুজ ধান সবুজ ফসলে ভরা,
সবুজ শাড়ির আঁচলে যেন ঢেকে আছে ধরা।
শরত আকাশে সাদা মেঘ বাতাসে বেড়ায় ভেসে
নদীর বুকে কাশফুল সাদা সূর্য ওঠে হেসে।
বসন্তে তোর উজার করা রঙিন ফুলের হাসি,
ভোমন নাচে কুঞ্জবনে ফুলের উপর বসি।
বাঙলা আমার জীবন মরণ বাঁচার অভিলাষ,
দুঃখ সুখের দোলায় দোলে ভাসি রারো মাস।
বাঙলা মায়ের আঁচল জুড়ে কতো ভালোবাসা,
জন্ম আমার ধন্য মাগো-তোমার কোলে আসা।