ভালোবাসার এ্যাকোরিয়াম
-----মাজহারুল মোর্শেদ

আমার বুকটা যেন কাঁচের এ্যাকোরিয়াম
সজ্জিত আছে তোমার ভালোবাসা,
তুমি খেলছো সেথায় আনমনে একা
প্রীতিডোরে তোমায় বেঁধে রাখার আশা।
একটা ভঙ্গুর সত্যের স্পর্শে আকুতি চিরকাল
বোকা মনের সান্তনা শুধু, পায়নি তোমায় কভু,
অন্তরশূন্য ঐন্দ্রজালিক কাঁচের এ্যাকোরিয়াম
হৃৎপিন্ডহীন নিষ্প্রাণ, আশা জাগে মনে তবু।
ইচ্ছে করে তাকে এনে রাখি বুকের কাছে
সেই চেনা সুর ছুয়ে যাক অন্তরে, বাজুক প্রাণে,  
অরক্ষিত জীবন শূন্যতার মাঝে শুধুই ক্লান্তি
হৃদয়ের সিন্দুক ভরে আছে বিষাদ বদনে।
মধ্যরাতে এ্যাকোরিয়ামের আলোয় দেখি
প্রিয়ার ওষ্ঠাগ্রে অম্লান হাসি, দৃষ্টির ইশারা,
অন্ধকারের রূপে শাড়ির আঁচল উড়ে সমীরণে
তার দেহের গন্ধে মাতালের মতো-দিশেহারা।
পূর্ণতার স্থাননে বাজে প্রিয়ার নূপুরের ছন্দময় সুর
এ্যাকোরিয়ামের ভেতরে প্রেমে নতজানু সেই চোখ,
হৃদয়ের অবয়বে আশ্রয় নিয়ে এটুকু শান্তি খোঁজে,
ভালোবেসে যাওয়া প্রিয় বেদনার নগ্ন দুটি ঠোঁট
গভীর নিশিতে গোপনে চুম্বন করে স্বপ্নের আলিঙ্গনে
না পাওয়ার মাঝেও তৃপ্তির উচ্ছ্বাস-হৃদয়ে বাসা বাঁধে,
আমি চিরকাল তা অনুভব করি বুকে আগলে রাখি
এ আমার চিরজন্ম জন্মান্তরের প্রাপ্তি-আমায় সাধে।