প্রিয় জন্মভূমি
মাজহারুল মোর্শেদ
ভালোবাসি এই দেশের মাটি দেশের খাটি সোনা,
কাদা-মাটির এমন মায়ার গন্ধ কোথাও খুঁজে পাবেনা।
সবুজ শ্যামল ফসলের মাঠ সোনার ধানে ভরে যায়,
সোনা রোদে ঝিলমিল করে মন হারিয়ে যায়।
ভালোবাসি এই আকাশ বাতাস প্রতিটি মাটির কণা,
শিউলি ফোটা শীতের সকাল ঘাসে মুক্তোর দানা।
কুয়াশার গায়ে রোদের ঝিলিক ঘাসে ঝলমল করে,
সারা দিনমান টুপটাপ করে শিশির ঝরে পড়ে।
ভালোবাসি আমার দেশের নদী, পানি থৈথৈ করে,
মনের আনন্দ সাঁতার কাটে, জেলেরা মাছ ধরে।
বর্ষাকালে নদীতে বান ডাকে দু’কূল ভরে যায়,
সারাদিনমান রঙিন পালে মাঝি নৌকা বায়।
ভালোবাসি দেশের সবুজ বন পাখিরা করে খেলা,
জোনাকিরা জ্বলে সন্ধ্যাকাশে রাতে তারার মেলা।
পাখি ডাকে গাছের ডালে বুলবুলি গায় গান,
ফুল বাগিচায় ভ্রমর নাচে জুড়িয়ে যায় প্রাণ।
ভালোবাসি মায়ের মুখের হাসি রূপকথার কাহিনী,
গল্প বলে ঘুমপাড়াত মা, মনে পড়ে সে কাহিনী।
স্বপ্ন দিয়ে সাজানো এ দেশ, সবাই ভালো বাসে,
স্বপ্নগুলো সব সত্যি যে হয়, আমার প্রিয় দেশে।