ভাঙ্গা গড়ার খেলা
মাজহারুল মোর্শেদ
ভাঙ্গনের শব্দে কেঁপে উঠে ধরণী বুক
ঝরে পড়া নক্ষত্রের করুণ আর্তনাদে,
ভাঙ্গনের শব্দে কেঁপে ওঠে আকাশ-বাতাস
নদীর বুকে হাহাকার, পাড় ভাঙা শব্দে।
প্রতিনিয়ত ভাঙ্গছে শহর-বন্দর, নগর
ভাঙ্গছে মসজিদ-মন্দির হৃদয়ের সাজান ঘর,
রাত্রি ভাঙ্গছে দীর্ঘশ্বাসে দিবসের আগমনে
পূজারী প্রেমিকের ভাঙ্গছে বুকের পাঁজর।
রাজা ভাঙ্গে অনিয়মের দম্ভের খেলায়
প্রজা ভাঙ্গে প্রত্যাঘাতে দীর্ঘশ্বাসের মরণ ত্রাসে,
দেশ ভাঙে রাষ্ট্রনায়কের স্বেচ্ছাচারিতায়
স্বপ্ন ভাঙে জাগরণে, বিশ্বাসে-অবিশ্বাসে।
আশা ভাঙে নিরাশায় কষ্টের বিষাদে
তৃষ্ণা ভাঙ্গে অমৃত সুধায় জল পানে
জীবন ভাঙ্গে মৃত্যু ক্ষণে প্রিয়জনের ক্রন্দনে
ভাঙা-গড়ার কোন হিসেব নেই যেখানে।
আকাশ ভাঙ্গে-মেঘের গর্জণে
ঝড়ে ভাঙ্গে সাজানো ঘর,
অকারণে প্রেমিকের মন ভাঙ্গে-
কতো আপনজন হয়ে যায় পর।
ভাঙ্গা গড়ার খেলা খেলে সে নিরলে বসিয়া
জনম জনম ভাবি বসে পাইনা তাঁরে খুঁজিয়া.
আপন মনে খেলছে খেলা একাকী আনমনে
দিব্যজ্ঞানে অতীন্দ্রিয় সে কি হবে ভাবিয়া।