কবিতা প্রেমিক
মাজহারুল মোর্শেদ

আমি কবি নই? এক অবিচ্ছেদ্য কবিতা প্রেমিক
কবিতার রূপের আলিঙ্গনে বিভোর থাকি মোহে,
কবিতাপ্রেম দৃষ্টিতে ছড়ায় শতবর্ষের আলোক দ্যুতি
এ যেন ত্রিকালদর্শি তাপস্যধ্যানে মঙ্গল বার্তা চাহে।
আমি কাব্যপ্রেমিক কাগজ ভরিয়ে দিই চিঠি লিখে
ভাষা-ছন্দ-মাত্রাহীন হৃদয়ের অব্যক্ত কথা যতো,
স্বপ্নীল সরোবরে অন্তর তৃষ্ণা শ্রান্ত হয়ে তৃষিত থাকে
ম্রীয়মান আলোকবর্তিকা নয় প্রেমিক কবিতার মতো।
যে জিনিস বেঁচে থাকে আপন গহব্বরে নিজের অজান্তে
নক্ষত্রের চেয়েও দীপ্যমান আরোও গহীন ভেতরে,
যেখানে থাকে যন্ত্রণার গরল বিষ, প্রেমিকের চুম্বন
কবিতা হেঁটে বেড়ায় সেখানে কাব্যপ্রেমিকের হাত ধরে।
হৃদয়ের গহীন ভিতর যেখানে থাকে কষ্টের নীলস্মৃতি
থাকে কাব্যপ্রেমিকের বিষাদময় কষ্টের চিহ্নধ্বনি  
নীড়ভ্রষ্ট স্বপ্ন-স্মৃরিা কেবলি তৈরি করে বৃত্তের ভিতরে বৃত্ত
ভেঙ্গে বেরুতে পারে না যন্ত্রণাদগ্ধ সীমানা, কষ্টের সিম্ফনি।