কালের ধুলো
মাজহারুল মোর্শেদ
বেঁচে থাকা,
কি অদ্ভুদ জীবন নিয়ে বাঁচা,
এই আছে এই নেই, এক নিমিশেই ফাঁকা।
কতো আয়োজন,
জীবনের রঙমহলে রঙিন মখমলে,
আলিশান বাড়ি নামি দামি গাড়ি মিছে প্রয়োজন।
পাপে ভরা মন,
প্রলোভনের ফাঁদে ডুবিয়ে পা কাঁদি,
সংশয়ী চিত্তের মাঝে বৃথাই করি ক্রন্দন।
একি অবহেলা!
বেলা শেষে হায়! ভাবি নিরালায়,
জীবনের পান্ডুলিপি ছেয়ে গেছে কালের ধুলা।
হায়রে জীবন!
কাঁচা মাটির গড়া প্রদীপ জ¦লে-নেভে,
তবুও চাওয়া-পাওয়ার দলাদলি এতো আয়োজন।
জীবনের রঙিন দিন,
খস খসে মরা পাতার শুষ্কতা গন্ধহীন,
কালের ধুলোয় মিশে একাকার হয়ে যাবে একদিন।
সব নিঃশেষ হয়ে যাবে
জীবনের রঙমহলে জমা পড়ে রবে ধুলো,
অবশেষে বেদনার পেয়ালা ভরে যাবে নীলশরাবে।