কথা ছিল
----------মাজহারুল মোর্শেদ
কথাছিল একদিন আমি রাখাল হবো
তুমি হবে বাঁশের বাশি
রাখালিয়া সুরে তুমুল বাজাব তোমায়
ঝিমিয়ে পড়বে রবি শশী।
কথা ছিল একদিন আমি শ্রাবণ হবো
তুমি হবে শ্রাবণের ঢল
ভেজা অঙ্গের উষ্ণ তাপ নেবো বলে
ন্ধদয়ে ফোটে শতদল।
কথা ছিল একদিন আমি নদী হবো
তুমি হবে শীতল জল
হৃদয়ের উচ্ছ্বাসিত প্লাবনে ভাসবে দু’কুল
আবেশে ফুটবে নীলৎপল।
কথা ছিল একদিন আমি পাহাড় হবো
তুমি হবে প্রবাহমান ঝর্ণাধারা
আমার বুক চিড়ে হবে আনন্দ তোমার
প্রাণের উচ্ছাসে দিশেহারা।
কথা ছিল একদিন আমি বৃক্ষ হবো
তুমি হবে শীতল ছাঁয়া
পত্রপল্লবে ভরে যাবে পুষ্প শাখা
বুকে ছড়াবে মায়া।
কথা ছিল একদিন আমি সাগর হবো
তুমি হবে উচ্ছাসিত ঢেউ
জোয়ার ভাটার কষ্ট বুকে নিয়ে হবো বিলিন
জানবে না কেউ।
কথা ছিল একদিন আমি অরন্য হবো,
তুমি হবে পাখির নীড়
ভালবাসার আচলে জড়াবে আমায়
শান্তির আলিঙ্গনে উষ্ণ আবির।
কথা ছিল একদিন আমি বাউল হবো,
তুমি হবে একতারা
উদাস দুপুরে হারিয়ে যাব পথে সুরের
টানে হয়ে দিশেহারা।
কথা ছিল একদিন আমি কবি হবো
তুমি হবে কবিতা
ছন্দে ছন্দে ভরিয়ে দেব তোমার বুক
শূন্য হৃদয় পাবে পূর্ণতা।