মনুষ্যবিবেক
মাজহারুল মোর্শেদ
অবাক পৃথিবী বিষ্ময়ে ভরা!
কারও কথা কেউ ভাবে না,
কারও দুঃখে কাঁদে না মন
নিজেরটাই যেন খাঁটি সোনা।
কৌতুহলী আদালত, যুক্তিহীন আরজি
কে করবে কার বিচার?
নিস্প্রাণ বিচারক সমদোষে দোষি
ন্যায়ের দন্ড নির্বিকার।
মনুষ্যবিবেক শ্রেষ্ঠ বিচারক
তুলনা কি হয় কারো সাথে?
আইন আদালত রাজার খেলা
প্রজা মরে মাঝপথে।
রাজায় রাজায় যুদ্ধ করে
বিনাদোষে প্রজা মরে,
রাজার ক্ষতি কি মরুলে প্রজা?
তাঁর মিথ্যে অহংকারে।
অশান্তি ভরা কেন এ জগৎ?
মানুষ হয়ে, মানুষ মারে,
আল্লাহ্র আরশ কাঁপে থরথর
অসহায় মানুষের চিৎকারে।
সবার উপর আছেন যিনি
সকল ক্ষমতার মালিক তিনি,
ন্যায় বিচারে শ্রেষ্ঠ বিচারক
করেন বিচার আপন মনে।