উদারতা
মাজহারুল মোর্শেদ

আকাশের উদারতায় শির হোক নত
সংকীর্ণতা হোক দুরিভুত,
বাতাসের চঞ্চলতা ছুটতে শেখায়
সকল অলসতা দূর হোক যতো।

সূর্যের মতো উঠতে জ্বলে-
ভীরুতাকে দাও পিছে ফেলে,
আজ শক্তিহীন দুর্বল চিত্ত যাদের
বলিয়ান হও স্বীয় বলে।

চাঁদের হাসির ঝলক দেখে
দুঃখ দাও সুখের চাদরে ঢেকে,
অন্তরের কালিমা মুছ যাক সবার
পুত পবিত্রতার ব্রত রেখে।

বহমান নদী অবিরাম ছুটে চলে
ক্লান্তিহীন স্রোতের টানে,
বৃক্ষ বলে এসো নিবিড় ছায়া তলে
বিনিময়ে নয়, ত্যাগের ভূবনে।