আমি আকাশে ১০১ টি বার্তা দিয়েছি,শরৎকালে
পড়েছো?
আমি শীতকালে আকাশে উষ্ণতা পাঠিয়েছি,
নিয়েছিলে?
বর্ষায় কালো মেঘে তোমার মন খারাপ নিয়েছি,
তাও কেঁদেছো?
আমি কিন্তু বসন্তে হাসিনি,
তুমি যে চলে গিয়েছ..


জোৎস্নায় আমি আলো হয়ে তোমার উঠোনে,
তুমি চাঁদপানে চেয়ে হেসেছো
অমাবস্যায় মিলন হবে,ভেবে
আমি অন্ধকারে,
জানো, বৃষ্টি হয়ে আমি তোমায় ভেবেছি।
আজ, আমি কালবৈশাখীতে কেঁদেছি।


তুমি আসলে,জানতাম আমি পুণ্যবান
আজকে, কেন তবে বিরহগান?